দেরাদুন, ১৮ মে (হি. স.) : দেরাদুনের চাকরাতা থানা এলাকার ক্যান্ট রোডে বাস দুর্ঘটনায় আহত দুই। আহতদের দুজনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর ২ নাগাদ ৩৩ডি-২০১৭ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্যান্ট রোডে উল্টে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এসডিআরএফ উদ্ধারকারী দল। দুর্ঘটনার সময় প্রবীণ চাহাল ও অমিত রাঠি নামে দুই ব্যক্তি ওই গাড়িতে উপস্থিত ছিলেন। এসডিআরএফ টিম গাড়ি থেকে দুজন যাত্রীকেই নিরাপদে বের করে আনে।