আগরতলা, ১৭ মে : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গাড়ি। ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়েছে ওই গাড়িটি। গতকাল রাতে বিলোনিয়া থানাধীন মহামায়া ক্লাব চত্ত্বর এলাকার বাসিন্দা টুটন দের গাড়ি আগুনে পুড়ে গেছে। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।
ঘটনার বিবরনে টুটন দে জানিয়েছেন, প্রতিদিনের মতো গাড়ি রেখে বাড়িতে চলে গিয়েছিল তিনি। রাত আনুমানিক আনুমানিক তিনটা নাগাদ গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশী তাদেরকে ঘুম থেকে ডেকে তুলে। ঘুম থেকে উঠে তারা দেখতে পেয়েছেন গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। খবর দেওয়া হলে ঘটনাস্হলে ছুটে এসে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ধারণা করা হচ্ছে, নাশকতার আগিনে পুড়েছে ওই গাড়ি।অব্যশ,এবিষয়ে নিশ্চিতভাবে গাড়ির মালিক কিছুই বলতে পারেননি।বিলোনিয়া থানায় মামলা দায়ের করা হবে হয়েছে জানিয়েছেন তিনি।