নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। হিমাংশু ভাউ গ্যাংয়ের সদস্য কুখ্যাত দুষ্কৃতী অজয় ওরফে ‘গোলি’-কে এনকাউন্টারে নিকেশ করল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লি পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে ‘গোলি’। দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে, হিমাংশু ভাউ গ্যাংয়ের সদস্য অজয় ওরফে গোলি দিল্লি পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে।
শাহবাদ ডেইরি থানা এলাকার রোহিনী সেক্টর ২৯-এ বিশেষ সেলের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট এই এনকাউন্টার চালায়। তিলক নগরের একটি গাড়ির শোরুমে গুলি চালানোর ঘটনায় জড়িত ছিল অজয় ওরফে গোলি। কলকাতা বিমানবন্দর থেকে ক্রাইম ব্রাঞ্চের হাতে ধরা পড়ে তার এক সহযোগী।
এদিকে, হিমাংশু ভাউ-নবীন বালি গ্যাংয়ের সক্রিয় সদস্য অভিষেক ওরফে চুরানকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৬টি তাজা কার্তুজ-সহ ৩২ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়। ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

