ফতেহপুর, ১৭ মে (হি.স.): উত্তর প্রদেশের ফতেহপুরের নির্বাচনী জনসভায় সমাজবাদী পার্টি ও কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপা ও কংগ্রেসের একাধিক বিষয়ে মিল রয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “কংগ্রেস ও সপা-র সব গুণ মিলে যায়। উভয়েই পরিবারতন্ত্রের প্রতি নিবেদিত। উভয়েই দুর্নীতির জন্য রাজনীতি। উভয়েই নিজেদের ভোটব্যাঙ্ককে খুশি করার জন্য যা কিছু করতে পারে। উভয়েই অপরাধী এবং মাফিয়া প্রচার করে। আর সপা-কংগ্রেস উভয়েই সন্ত্রাসীদের সমান সহানুভূতিশীল।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “সপা-কংগ্রেস মনে করে আমাদের সমাজ ভেঙে নিজেদের কাজ করবে। তাই তাঁদের মনোবল বেড়েছে। রাম মন্দিরে তালা দেওয়ার স্বপ্ন দেখছেন কংগ্রেসের শেহজাদারা। সপা-র বড় নেতারা বলছেন, রাম মন্দির বেকার। ইন্ডি জোটের লোকজন বলে, তারা ক্ষমতায় এসে সনাতন ধর্মকে ধ্বংস করবে।”

