দুর্গাপুর, ১৭ মে (হি. স.) : ভরদুপুরে গ্রামে ঢুকে পাখি চুরি। গ্রামবাসীদের হাতে ধরা পড়ল একদল চোরাশিকারি। উদ্ধার হল বস্তাভর্তি মৃত পাখি। শুক্রবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গলসীর রাইপুর গ্রামে।
ঘটনায় জানা গেছে, এদিন দুপুরে একদল যুবক গ্রামে ঢুকে পাখি চুরি করছিল বলে অভিযোগ। রাইপুর গ্রামের বাসিন্দা জিয়াউল হক বলেন,” আমার বাড়িতে টিয়া পাখি ছিল। বাড়ির উঠোনে উড়ে বেড়াতো। দীর্ঘদিনের পোষা। এদিন দুপুর বেলা আচমকা দেখি, ওই টিয়াপাখিটা উধাও। খোঁজখবর নিতেই গ্রামের মোড়ে ৫ জন অপরিচিত যুবককে পাখি ধরতে দেখি। তাদের আটক করে তল্লাশি করতেই বস্তা থেকে প্রায় ৪০ টা মরা পাখি উদ্ধার হয়। ওই যুবকরা আসানসোলের বাসিন্দা। তারপরই পুলিশের হাতে তাদের তুলে দিই।” পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।