নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ মে: পুলিশ ও নিরাপত্তা কর্মীরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সমাজ সচেতন করে তোলার কাজেও আত্মনিয়োগ করে থাকে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়ায় সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে সমাজকে অপরাধমুক্ত রাখার আহ্বানে এবং মহিলাদের স্বশক্তিকরনের জন্যে মহকুমা আরক্ষা প্রশাসনের উদ্যোগে প্রয়াস কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তেলিয়ামুড়া নেতাজিনগর কমিউনিটি হলে শুক্রবার মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে এর শুভ সূচনা করেন মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর আইপিএস। এই কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট এন্ড গাইড এর ছাত্র, ছাত্রী, শিক্ষক শিক্ষিকা রা উপস্থিত হন।
প্রয়াস কর্মসূচিতে আলোচনা রাখতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর বলেন সার্বিক প্রয়োজনে সকলকে সচেতনতার রাস্তায় হেঁটে সমাজকে অপরাধ মুক্ত করার জন্য ভূমিকা পালন করতে হবে,তবেই একটি সুন্দর সুস্থ সমাজ গড়ে উঠবে। মহকুমা পুলিশ আধিকারিক উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্যরাখতে গিয়ে বলেন যখনই তারা বিভিন্ন প্রকার অপরাধের সম্মুখীন হবে তখন যাতে করে নির্ভয়ে নিজ নিজ ক্ষেত্রে অভিভাবকদের অবহিত করেন। বিশেষ করে যেভাবে এই সময়ের মধ্যে মহিলা সংক্রান্ত অপরাধ বাড়ছে সেই বিষয়ে কথা বলতে গিয়ে মহকুমা পুলিশ আধিকারিক বলেন মেয়েদেরকে বলিষ্ঠ হওয়ার জন্য আরও বেশি করে শিক্ষাকে অবলম্বন করতে হবে।
তিনি দাবি করেন যখন সমাজের মধ্যে মেয়েদের শিক্ষার আরো প্রসার ঘটবে তখন অপরিণত বয়সের বিবাহ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের নারী গঠিত অপরাধপ্রবণতা গুলো কমতে বাধ্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের আধিকারিক ধরনি দাস,এই কর্মসূচিতেস্বাগত ভাষণ রাখেন তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি সুকান্ত সেন চৌধুরী । অনুষ্ঠানে মার্শাল আর্ট, জুডো ইত্যাদির প্রদর্শনী করানো হয় ।
এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আবৃতি গান সহ সাংস্কৃতিক পরিবেশনা করে অনুষ্ঠান স্থলকে মুগ্ধ করেন। মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষত ছাত্রীদের হাতে কলমে এই প্রশিক্ষণকে ঘিরে সকলের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। সারা রাজ্যেই পুলিশ প্রশাসনের উদ্যোগে এ ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানানো হয়েছে। আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।