কলকাতা, ১৭ মে (হি স) : সন্দেশখালির জেলবন্দি তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তাঁর সম্পর্কিত আরও সম্পত্তি আটক করল ইডি। শুক্রবার এক্স হ্যান্ডলে এমনই জানিয়েছে ইডি-র কলকাতা শাখা।
ইডি-র বার্তায় জানানো হয়েছে, ইডি শাহজাহানের স্থাবর এবং অস্থাবর মিলিয়ে ১৪ কোটি টাকারও বেশি সম্পত্তি এই দফায় আটক করেছে। শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের মামলায় এখনও পর্যন্ত ২৬০ কোটি টাকার হদিস মিলেছে। আদালতে এমনটাই দাবি করেছিল ইডি।
ইডি সমাজমাধ্যমে জানিয়েছে, তাদের কলকাতা শাখা ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন কোটি ৭৮ লক্ষ টাকা আটক করেছে। তার পাশাপাশি, ৫৫টি স্থাবর সম্পত্তি, যার বাজার মূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা, তা-ও আটক করা হয়েছে।
ইডি জানিয়েছে, শাহজাহানের পাশাপাশি, শেখ আলমগির, শেখ সুমাইয়া হাফিজ়িয়া ট্রাস্ট (যার প্রতিনিধি শেখ আলমগির), আব্দুল আলিম মোল্লা, শিবপ্রসাদ হাজরা-সহ অন্যান্যদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তিও রয়েছে।
ইডি আরও জানিয়েছে যে, আটক করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ৩৮.৯০ বিঘা জমি। যার বাজারমূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা। প্রসঙ্গত, মার্চের গোড়ায় ইডি শাহজাহান এবং তাঁর সঙ্গে সম্পর্কিত ১২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি আটক করেছিল ইডি। তার পর আবার মে মাসে দ্বিতীয় দফায় তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আটক করল কেন্দ্রীয় এজেন্সি।
এর আগে ইডি আদালতে দাবি করেছিল, শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের মামলায় ‘প্রসিড অফ ক্রাইম’ হিসাবে ২৬০ কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করেছে ইডি।