ফের রাজ্যে প্রবেশের পথে ১৫ লক্ষাধিক টাকার নেশাসামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে: ত্রিপুরায় পাচা‌রের প‌থে ক‌ন্টেনার গা‌ড়ি থে‌কে প‌নে‌রো লক্ষা‌ধিক টাকার নেশা জা‌তীয় কফ সিরাফ বা‌জেয়াপ্ত করলো পুলিশ। ঘটনায় একজন পাচারকারীকে আটক করা হয়েছে।

কিছু‌দিন বির‌তির পর এবার ফের ত্রিপুরায় পাচা‌রের প‌থে আসামের চুড়াইবা‌ড়ি ওয়াচ পোষ্ট পু‌লি‌শের হা‌তে নেশা সামগ্রী বোঝাই ১০ চাকার ক‌ন্টেনার গা‌ড়ি থে‌কে বা‌জেয়াপ্ত হল প‌নে‌রো লক্ষা‌ধিক টাকার নেশা জাতীয় কফ সিরাফ ফে‌ন্সি‌ডিল। এ‌তে আটক করা হয় গা‌ড়ি চাল‌কেও।

জানা গে‌ছে শুক্রবার সকা‌লে এনএল০১-এসি-০৭০০ নম্ব‌রের এক‌টি অনলাই‌নের খুচ‌রো সামগ্রী বোঝাই ক‌ন্টেনার গা‌ড়ি আসাম চুড়াইবা‌ড়ি‌ পু‌লিশ চে‌ক গে‌টে পৌঁছালে গাড়ি‌টি‌তে যথারী‌তি দলবল নি‌য়ে তল্লা‌শি ক‌রেন গেট ইনচার্জ প্রণব মি‌লি। এ‌তে উক্ত গা‌ড়ির বি‌ভিন্ন সামগ্রীর আড়াল থে‌কে ষোল কার্টু‌নে একশ‌টি ক‌রে মোট ষোলশ বোতল নেশাজাতীয় কফসিরাফ ফে‌ন্সি‌ডিল বা‌জেয়াপ্ত হয়। যার কা‌লোবাজা‌রি মূল্য প‌নে‌রো লক্ষা‌ধিক টাকার মত হ‌বে। এ কা‌ন্ডে আটক করা হ‌য়ে‌ছে গা‌ড়ি চালক‌কে। তার নাম জয়ন্ত দেব। বা‌ড়ি ধলাই ত্রিপুরার আমবাসা এলাকায়। পু‌লিশ ধৃ‌তের বিরু‌দ্ধে নিজ থে‌কে এন‌ডি‌পিএস ধারায় মাম‌লা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *