নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৭ মে: ধলাই জেলার কমলপুরের হারেরখলা এলাকায় পেট্রোল পাম্পটি বন্ধ হয়ে পড়ায় বিস্তীর্ণ এলাকার যানবাহনের চালক ও দ্বিচক্রযান চালকরা জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন। প্রায় ছ মাস ধরে পেট্রোল পাম্পটি বন্ধ হয়ে রয়েছে। দ্রুত পেট্রোল পাম্প চালু করার জন্য এলাকার যানবাহনের চালকরা দাবি জানিয়েছেন।
পেট্রোপন্যের জন্য আট কিলোমিটার পথ পাড়ি দেওয়া বা কালো বাজারী পথে ভেজাল পেট্রোপণ্য কেনার যন্ত্রণা আবার ফিরে এল কমলপুর মহকুমা সদরের যানবাহন চালক ও মালিকদের জন্য। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর কমলপুর মহকুমা সদরে চালু হয়েছিল এসএসকে পেট্রোলিয়াম। তখন রাজ্যের খাদ্য ও ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব ‘র হাতে উদ্বোধন হয়েছিল এই পেট্রোল পাম্পের কমলপুর আমবাসা সড়কের পূর্ব পাশে হারেরখলা এলাকায়। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। নানা অভিযোগ এবং সমস্যা থাকলেও প্রায় সাত হাজার যানবাহনের চালক ও মালিক নিজেদের প্রয়োজনীয় পেট্রোল ডিজেলের চাহিদা মেটাতে পারছিলেন ঢিল ছোড়া দূরত্বে। কিন্তু গত ছয় মাস ধরে বন্ধ সেই এস এস কে পেট্রোলিয়াম । এতে বেজায় সমস্যায় পড়েছেন মানুষ।
যাতায়াতে আট কিলোমিটার দূরের হালহালিতে গিয়ে আনতে হচ্ছে পেট্রোল, ডিজেল। নাহলে চড়া দামে কালো বাজার থেকে কিনতে হচ্ছে ভেজাল পেট্রোপণ্য। এতে গাড়ির যেমন ক্ষতি হচ্ছে তেমনি বেরিয়ে যাচ্ছে হিসাবের অনেকটা বেশি পয়সা।
খাদ্য দফতরের মহকুমার ভারপ্রাপ্ত আধিকারিক জানালেন, তিনি মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান যে আর্থিক সংকটের কারণে তারা ফুয়েল স্টেশন বন্ধ রেখেছেন । এক দুই মাসের মধ্যে চালু করবেন । এই বিষয়টি তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে । তবে এক দুই মাস অতিক্রম করে ছয় মাস হতে চলল। তবে কবে নাগাদ আবার খুলবে এস এস কে পেট্রোলিয়াম, কবে থেকে আবার পেট্রোল ডিজেল পাবেন যানচালক ও মালিকরা সেই বিষয়ে কোন সদুত্তর মিলছে না কোথাও।