আগরতলা, ১৭ মে : পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যেই প্রতিদ্বন্দ্বিতা করবে। আজ কংগ্রেস বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক সভায় এমনটাই দাবি করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
শুক্রবার ৩ নং বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে তালতলা এলাকায় এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এদিনের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী, গোমতী ও দক্ষিণ জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক মিলন কর, বামুটিয়া ব্লক কংগ্রেস সভাপতি সুনীল দত্ত,সহ সভাপতি সুমন ঘোষ বামুটিয়া ব্লক যুব কংগ্রেস সভাপতি বিপ্লব বিশ্বাস সহ অন্যান্য নেতা কর্মীরা।
শ্রী কুমার সাহা বলেন, সংগঠনকে শক্তিশালী করতেই আজকের এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি তিনি বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস।