রেলস্টেশনের নির্মাণ সামগ্রী চুরির দায়ে এক ব্যক্তি আটক

আগরতলা, ১৭ মে: উদয়পুর রেলস্টেশনের নির্মাণ সামগ্রী চুরির দায়ে এক ব্যক্তিকে আটক করল রেলদপ্তরের কর্মীরা।     

জানা গিয়েছে, গত কিছুদিন ধরে উদয়পুর রেলস্টেশনে নির্মাণ সামগ্রী চুরি হচ্ছিল। কিছুতেই চুরির সামগ্ৰী কিংবা চুরির দায়ে অভিযুক্তকে আটক করতে পারছিল না রেলকর্তৃপক্ষ কিংবা পুলিশ। গতকাল ও বেশ কিছু রেলের নির্মাণ কাজের জিনিসপত্র চুরি হয়েছে বলে জানিয়েছেন রেললাইনের কর্মরত কর্মী। 

শুক্রবার ভোরবেলা থেকে রেলস্টেশনের কর্মরত শ্রমিক সহ আধিকারিকরা পাহাড়া দিচ্ছিল। হঠাৎ দেখতে পায় একটি অটোরিকশা করে রেলস্টেশনের বেশ কিছু সমগ্রী নিয়ে যাওয়ার সময় বিষয়টি কর্মীদের নজরে আসে। সাথে সাথে রেলস্টেশনের কিছু কর্মী সহ আধিকারিকরা এক ব্যক্তিকে আটক করে একটি পিলারের সঙ্গে বেঁধে রেখে দেয়। 

জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রাজু দাস। তাঁর বাড়ি উদয়পুর সোনামুড়া চৌমুহনী এলাকায়।পরে ধৃত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।