বাস-ট্যাঙ্কারের সংঘর্ষে আহত ৫ জন

উধমপুর, ১৭ মে (হি. স.) : জম্মু-কাশ্মীরের কাটদা থেকে উধমপুরগামী বাসের সাথে চাম্বা মোড়ে একটি ট্যাঙ্কারের সাথে সংঘর্ষে বাসে থাকা পাঁচ যাত্রী আহত হয়। তাদের চিকিৎসার জন্য সিএইচসি কাটডায় নিয়ে যাওয়া হয়, সেখানেই আহত যাত্রীদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার সকালে।

তথ্য অনুসারে, কাটাদা থেকে উধমপুরগামী বাস চাম্বা মোড়ের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি জলের ট্যাঙ্কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনায় ৫ যাত্রী আহত হয়। পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে সিএইচসি কাটডায় ভর্তি করা হয়েছে। পুলিশ একটি মামলা দায়ের করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।