প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৪ তম শুভ আবির্ভাব উৎসব পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে: প্রেমাবতারী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৪ তম শুভ আবির্ভাব উৎসব  উপলক্ষে ১৬-১৭ মে ২০২৪ ইং বিশালগড় নারাউড়াস্হিত  প্রভু জগদ্বন্ধু আশ্রমে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ , বিশালগড় শাখার ব্যবস্থাপনায় হয় অনুষ্ঠানটি । ১৬ মে , ২০২৪ ইং, বৃহস্পতিবার শ্রীশ্রী বন্ধুলীলাতরঙ্গীনি পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দরের দিব্যলীলা জীবনী সম্পর্কে আলোকপাত করেন  আয়োজক সংস্থার শাখা সম্পাদক মিঠুন রায় ।

অনুষ্ঠানের অঙ্গ হিসেবে মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রমচারী মহারাজের ঐশী অনুপ্রেরণায় শ্রী মহেন্দ্র গ্রন্থালয় -এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় । ফিতা কেটে গ্রন্থাগারের উদ্বোধন করেন মহানাম সেবক সংঘ , কেন্দ্রীয় কমিটির সদস্য হরিপদ সাহা। উদ্বোধনী পর্বে হরিপদ সাহা ছাড়াও আলোচনা করেন মিঠুন রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সহ – সভাপতি নারায়ণ দেবনাথ ।উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বিষ্ণু কান্ত দেবনাথ । বক্তারা আলোচনায় মহানাম সম্প্রদায়ের গ্রন্থাবলীর   প্রসঙ্গ আলোচনা করে, প্রভু জগদ্বন্ধুসুন্দরের জীবন দর্শন জনমানসে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন । পবিত্র গঙ্গা আনয়নের পর সন্ধ্যারতি অন্তে হয় উৎসবের অধিবাস ।

১৭ মে ২০২৪ ইং শনিবার, দিনভর চলে বিশ্ববাসীর মঙ্গলার্থে উদয়াস্ত মহানাম কীর্তন। প্রভু জগদ্বন্ধুসুন্দরের অভিষেক দর্শনে ভক্তবৃন্দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। মধ্যাহ্নে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন প্রান্তের ভক্তগণ অংশগ্রহণ করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *