ধূপধরায় স্করপিও নিয়ে গরু চুরি করতে এসে জনতার হাতে ধৃত তিন, গণপিটুনিতে হত এক

গোয়ালপাড়া (অসম), ১৬ মে (হি.স.) : গোয়ালপাড়া জেলার অন্তর্গত ধূপধরায় এএস ০১ এজেড ৪১৭৭ নম্বরের চার চাকার স্করপিও গাড়ি নিয়ে গরু চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়েছে তিন স্মার্ট চোর। উত্তেজিত জনতার মারে এক চোরের মৃত্যুর পাশাপাশি দুজন গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিহত গরুচোরকে মহর উদ্দিন আলি বলে শনাক্ত করা হয়েছে। ঘটনাটি আজ বৃহস্পতিবার ভোরে ধূপধরা থানার অধীন অম্বুক হাকোজুলি গ্রামে সংঘটিত হয়েছে।

ঘটনার বিবরণে প্রকাশ, আজ বৃহস্পতিবার ভোরে ধূপধরা থানার অধীন অম্বুক হাকোজুলি গ্রামের বাসিন্দা জনৈক লক্ষ্মণ রাভার গোয়ালঘরে গরু চুরি করতে গিয়েছিল তিন চোর। লক্ষ্মণ রাভার গোয়ালঘর থেকে চোরের দল একটি ষাঁড় গরু চুরি করে স্করপিও গাড়িতে যখন তোলার চেষ্টা করছিল, তখন জনতার দৃষ্টিতে ঘটনাটি ধরা পড়ে। জনতা দেখে চোরের দল পালানোর চেষ্টা করলে তাদের পিছু ধাওয়া করেন গ্রামের জনতা। তাড়া খেয়ে স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

গাড়ি ছেড়ে চালক শরিফুল আলি দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে তিন গরু চোরকে পাকড়াও করেন জনতা। তাদের ধরে মারধর করা হয়। গণপ্রহারে একজনের মৃত্যুর পাশাপাশি গুরুতরভাবে আহত হয় দুই চোর।

ইত্যবসরে খবর পেয়ে ছুটে যায় পুলিশ। তারা আহত দুই গরু চোরকে উদ্ধার করে ধূপধরার বিকালি আদৰ্শ হাসপাতালে নিয়ে ভরতি করিয়েছে।

আহত দুই গরু চোরকে কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত বকো থানাধীন জামবাড়ির সফিকুল আলি এবং বোকোর তামোলদি গ্রামের আইনুল হক বলে শনাক্ত করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *