নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৬ মে: অ্যাম্বুলেন্সের অভাবে বক্সনগর হাসপাতাল থেকে, শ্বাস কষ্টজনিত রোগীকে সঠিক সময়ে রেফার করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। আজ সকাল এগারটা ত্রিশ মিনিটে, বক্সনগর দক্ষিণপাড়ার মোতালেব মিয়া নামে এক বৃদ্ধ শ্বাসকষ্ট জনিত রোগী হাসপাতালে আসেন আরোগ্য লাভের আশায়। উনার ছেলে সন্তান এবং আত্মীয় পরিজনরা খুব দ্রুত চিকিৎসার জন্য বক্সনগর হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের চিকিৎসক পরিষেবা শুরু করেন। উনি রোগীর হাল অবস্থা দেখে সঙ্গে সঙ্গে আগরতলা হাপানিয়া হাসপাতালে রেফার করেন রোগীকে। কিন্তু রোগীকে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দিতে ব্যর্থ হয়। কেননা বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে একটি মাত্র এম্বুলেন্স রয়েছে।
বক্সনগর হাসপাতালের অধীনে ১২ টি গ্রাম পঞ্চায়েতর জনগণ চিকিৎসা পরিষেবার জন্য আসেন। প্রচন্ড চাপ হাসপাতলে রোগীর ভিড়ের, তুলনা হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিতে পারছেনা কর্তৃপক্ষ। কারণ হিসেবে জানা যায় রোগীদের পরিষেবার যন্ত্র কিট অভাব রয়েছে। প্রয়োজনের তুলনায় অক্সিজেন সিলিন্ডার কম, রয়েছে অক্সিজেন সিলিন্ডারের ফ্লু মিটারের অভাব। তাছাড়া রয়েছে ডাক্তার বাবু এবং স্টাফ নার্সের অভাব। একটা অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালের রোগী জিবি, আইজিএম হাপানিয়া হাসপাতালে স্থানান্তরিত করা অসম্ভব।
প্রায় ৪০ মিনিট অ্যাম্বুলেন্স – এর জন্য অপেক্ষা করে রোগীর আত্মীয় পরিজন এবং সন্তানরা প্রাইভেট গাড়ি দিয়েই মোতালেব মিয়াকে হাপানিয়া হাসপাতলে নিয়ে আসেন। অ্যাম্বুলেন্স এর অভাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

