নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে: এবারে এক মহিলার সর্বস্ব নিয়ে গেলো চোরের দল। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন যাত্রাপুর থানার উত্তর মহেশপুরের বাসিন্দা শেফালী বনিক। উত্তর মহেশপুর এলাকার শেফালী বনিকের স্বর্ণালংকার সহ নগদে ৬৪০০ টাকা চুরি হয়ে যায়। অসহায় বয়স্ক মহিলার স্বর্ণালংকার সহ সর্বসাকুল্য লক্ষাধিক টাকার উপর হয়ে যাওয়ায় হাউমাউ করে এখনো কান্নাকাটি করছেন ওই মহিলা। যদিও পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত দাবি জানিয়ে প্রকৃত দোষীকে চিহ্নিত করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে চাঞ্চল্য দেখা দিয়েছে।
তার কারণ, প্রয়াত শ্রীরাম বণিকের স্ত্রী শেফালী বণিকের (৫৪) ছেলে সন্তানও নেই, একাই সংসার চালাচ্ছেন তিনি। পেশায় ছোট্ট একটি চা – দোকান রয়েছে মাত্র। তাও বেচা- বিক্রি এমন কিছু নেই। সকাল বিকাল হয়তো সর্বসাকুল্য তিন থেকে চারশ টাকা বিক্রি হয়। দোকানটি, বাড়ি থেকে ৫০০ মিটার উত্তরে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নীচে সোনামুড়া টু বিলোনিয়া বাইপাস সড়কের পাশে।
এই মহিলা অন্যান্য দিনের মতো বিকেল বেলায় দোকানে যায় ঘরের দরজা জানালা তালা দিয়ে বন্ধ করে। দোকান থেকে রাত আটটার দিকে বাড়িতে আসে ওই মহিলা। ঘরের দরজা খুলে ঘরের আলমারি খুলে তখনো তিনি দেখতে দেখতে পান সবই ঠিকঠাক রয়েছে। তালা না দিয়ে পুকুরে যায় মহিলা। মিনিট দশেক পর আবার পুকুর থেকে ঘুরে এসে দেখে আমলারির বাইরে ওই আমলারীর ভেতরের বিভিন্ন জিনিস পরে আছে। তখনই হাউমাউ করে চিৎকার দিতে থাকেন ওই মহিলা। মহিলা চিৎকার শুনে প্রতিবেশী অন্যান্য লোকজন আসে।
এই বিষয়টি নিয়ে তিনি যাত্রাপুর থানায় অভিযোগ জানান। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ এই মহিলার স্বর্ণালংকার এবং নগদ টাকার সন্ধান পাওয়া যাবে কিনা তা হয়তো সময়ে বলবে। সাম্প্রতিক এই জাতীয় ঘটনা অত্যন্ত বিরল সোনামুড়া মহকুমার অন্তর্গত যাত্রাপুর থানা এলাকার উত্তর মহেশপুর গ্রামে।