নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ১৫ মে: এবার রাতে নয়, দিনদুপুরে রেশন ডিলারের ঘরে চুরি করল চোর। নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেল চোরের দল। ঘটনা মেলাঘর পদ্মাডেপায়।
ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর থানাধীন বানিয়াচরার রেশন ডিলার দিলীপ দাস, রেশন দোকানের কাজ করে সেরে দুপুর দুইটার দিকে বাড়িতে এসে দেখেন, তার ঘরের দরজার তালা কোন একটি যন্ত্র দিয়ে কেটে ঘরে প্রবেশ করে, শোকেস ভেঙ্গে ৭৬ হাজার টাকা নগদ, ও স্বর্ণালংকার নিয়ে যায় চোরের দল। ঘটনা প্রত্যক্ষ করেই তিনি চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুরু ছুটে আসেন আশেপাশের প্রতিবেশীরা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেলাঘর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে, পুরো ঘটনার তদন্ত করেন। যদিও এর আগেও তার বাড়িতে আরেকবার চুরি হয়েছিল। দিনদুপুরে এই ধরনের চুরিকান্ডে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।