নিউজক্লিকের সম্পাদককে অবিলম্বে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৫ মে (হি স): নিউজক্লিক সংস্থার এডিটর প্রবীর পুরকায়স্থকে বুধবার অবিলম্বে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, যে তাঁকে গ্রেফতারির পিছনে যে অভিযোগ তা ভিত্তিহীন।

গত বছরের ৩ অক্টোবর চিনের হয়ে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে ইউএপিএ ধারায় গ্রেফতার করা হয় প্রবীরবাবুকে। পাশাপাশি বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনেও অভিযুক্ত করা হয়েছিল তাঁকে। গ্রেফতার করা হয় সংস্থার মানব সম্পদ উন্নয়ন বিভাগের (এইচআর) আধিকারিক অমিত চক্রবর্তীকেও। তিহাড় জেলে বন্দি ছিলেন তাঁরা।

এদিন শুনানির পরে বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ বলে, এখনও রিমান্ড কপি দেওয়া হয়নি। যা প্রবীরের গ্রেফতারিকে অযৌক্তিক করে তুলেছে। বিচারপতি মেহতা বলেন, ”এবিষয়ে আদালতের মনে কোনও সংশয়ই নেই যে, গ্রেফতারির পিছনে কোনও ভিত্তি নেই। যার ফলে গ্রেফতারি ভিত্তিহীন হয়ে গিয়েছে। হেফাজতের নির্দেশ বাতিল। ট্রায়াল কোর্টের সন্তুষ্টির ভিত্তিতে আবেদনকারীকে মুক্তি দেওয়া যেতে পারে। আবেদনে সম্মতি দেওয়া হল।”

প্রসঙ্গত, এই মাসের শুরুতেই আদালতে ৮০০ পাতার চার্জশিট জমা দিয়েছিল দিল্লি পুলিশ। সেখানে আরও অভিযোগ করা হয়, টাকা নিয়ে চিনের হয়ে প্রচার চালাত এই সংবাদমাধ্যম। অভিযুক্তদের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ-সহ চার্জশিট পেশ করে পুলিশের তরফে জানানো হয়েছিল, প্রবীর পুরকায়স্থ সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য টাকা সংগ্রহ করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *