টেনিসের প্রশিক্ষণ শিবির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফ্রি টেনিসের প্রশিক্ষণ শিবির। রাজ্য টেনিস সংস্থার উদ্যোগে। ১৯-‌২৬ মে। মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে। 

ওই শিবিরে অংশ নিতে ইচ্ছুক ছেলেমেয়েদের কোচ চিন্ময় দেববর্মার সঙ্গে যোগাযোগ করতে রাজ্য সংস্থার সচিব সুজিত রায় অনুরোধ করেছেন।