কংগ্রেসের মতো অসৎ, প্রতারক ও বিভ্রান্তিকর কেউ নেই : জে পি নাড্ডা

মোতিহারি, ১৫ মে (হি.স.) : কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বুধবার বিহারের মোতিহারিতে এক নির্বাচনী জনসভায় নাড্ডা বলেছেন, কংগ্রেসের মতো অসৎ, প্রতারক ও বিভ্রান্তিকর কেউ নেই।

জে পি নাড্ডা বলেছেন, যখন করোনার ভ্যাকসিন তৈরি হচ্ছিল, তখন কংগ্রেস দেশবাসীকে বিভ্রান্ত করেছিল, বলেছিল এই ভ্যাকসিন ঠিক নয়, এটা মোদীর ভ্যাকসিন। তাঁরা নিজেরা গোপনে ভ্যাকসিন নিয়ে নেন এবং বলতে থাকেন এটা মোদীর ভ্যাকসিন কেউ নেবেন না।

জে পি নাড্ডা আরও বলেছেন, ২০২৪-এর এই ভোট দেশের নির্বাচন। এখন থেকে ১০ বছর আগে দেশবাসীর বিশ্বাস ছিল এদেশে কিছুই বদলাবে না, সবকিছু এভাবেই চলবে, সব রাজনীতিবিদরা কুখ্যাত, রাজনীতি পরিবর্তনের মাধ্যম হবে না। জনগণ ক্ষমতা ও রাজনীতির প্রতি অবিশ্বাসী হয়ে উঠেছিল। কিন্তু ১০ বছরের মধ্যে, মোদীজির নেতৃত্ব দেশে এই আস্থা তৈরি হয়েছে, দেশে আস্থা জাগ্রত হয়েছে। এখন সাধারণ মানুষ ”বিকশিত ভারত”-এর সংকল্প নিয়ে এগিয়ে চলেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *