রায়বরেলি, ১৫ মে (হি.স.): ক্ষমতার লোভে রয়েছেন মোদী, উত্তর প্রদেশের রায়বরেলির জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করে এই মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার খাড়গে বলেছেন, “জনগণ খেতে পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, এ বিষয়ে কিছু করুন। কিন্তু তিনি (প্রধানমন্ত্রী মোদী) এই নিয়ে চিন্তিত নন, ক্ষমতার লোভে রয়েছেন।”
উত্তর প্রদেশের রায়বরেলিতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “…রাহুল গান্ধী এবং আমি কার্ডে স্বাক্ষর করেছি যে যুবক, কৃষকদের ন্যায়বিচার দেওয়া হবে। আমরা এই প্রতিশ্রুতি পূরণ করব। পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলাকে প্রতি বছর ১ লক্ষ টাকা দেব আমরা, প্রধানমন্ত্রী মোদী কী দেবেন?”
হিন্দুস্থান সমাচার। রাকেশ।