বাড়ানো যাবে না মনোনয়ন জমার সময়সীমা: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৫ মে (হি. স.): বাড়ানো যাবে না মনোনয়ন জমার সময়সীমা। বুধবার এই সংক্রান্ত একটি মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট।

বারাণসীতে মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। জানা গেছে, তামিলনাড়ুর একটি কৃষক সংগঠনের প্রার্থীর এই কেন্দ্রে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু কোনও কারণে সময়মতো মনোনয়ন জমা দিতে পারেননি ওই প্রার্থী। তারপরেই সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দারস্থ হয়। কিন্তু আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনওভাবেই মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়াবো যাবে না।

উল্লেখ্য, মঙ্গলবারই বারাণসী কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বিরুদ্ধেই প্রার্থী দাঁড় করাতে চেয়েছিল ওই কৃষক সংগঠন।