ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত কসমোপলিটনের। লাগাতর ৫ ম্যাচে জয়। টিসিএ আয়োজিত সন্তোষ মেমোরিয়াল এ-ডিভিশন ক্লাব লীগ ক্রিকেটে বুধবারের ম্যাচে কসমোপলিটন ৫ উইকেট এর ব্যবধানে বনমালীপুর ক্রিকেট ক্লাব কে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে কসমোপলিটন লীগ চ্যাম্পিয়নের লক্ষ্যে অনেকটা অগ্রসর হতে সক্ষম হয়েছে। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে বনমালীপুর ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত পঞ্চাশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সম্রাট বিশ্বাসের ৬৭ রান সর্বাধিক এবং উল্লেখযোগ্য। সম্রাট ৮৮ বল খেলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত থেকে ৬৭ রান পায়। কসমোপলিটনের শুভম, অভিজিৎ চক্রবর্তী, চন্দন রায় ও দানবীর সিং প্রত্যেকে দুইটি করে উইকেট পেয়েছে। বিসিসি-র প্রথম সারির ব্যাটসম্যানরা সাফল্য পায়নি বলে রানের পরিসর তেমন চ্যালেঞ্জিং হয়নি। জবাবে ব্যাট করতে নেমে কসমোপলিটন ২৬.৪ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে শংকর পালের অধিনায়কোচিত ব্যাটিং দলকে যথেষ্ট ভরসা যোগায়। শংকর ৩৭ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকায় ৫৮ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। সঙ্গে চন্দন (অপরাজিত ১৩) দারুণ সহযোগিতা করলেও শুভমের ৩৮ রান এবং দানবীরের ৩০ রানের গুরুত্বও ছিল যথেষ্ট। শুভম পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।
2024-05-15