আগরতলা, ১৪ মে: এবছর জুম চাষের ফলন ভাল হয়নি। ফলে আর্থিক ভাবে সমস্যায় পড়েছেন জুমিয়ারা। বাধ্য হয়ে জুম চাষের বিকল্প খুঁজছে তাঁরা। সাধারণত জুম চাষ করেই তাঁরা সংসার প্রতিপালন করে থাকেন। কিন্তু প্রকৃতি বিমুখ হলেই তাদের অর্থনৈতিক সংকটের অন্ত থাকে না।
প্রসঙ্গত, জুমের ফলন ভাল হয়নি এবছর। এ বছরও সময়ে বৃষ্টি না হওয়ায় জুম ভাল হয়নি। মুঙ্গিয়াকামি ব্লকের অধীন প্রত্যন্ত এলাকা গুলোর মধ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য জায়গা হল ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রের তুইকর্ম এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত বিলাইহাম এলাকা। এলাকায় বসবাসরত গিরিবাসির আয় উপার্জনের মাধ্যম হল জুম চাষ।
আসাম-আগরতলা জাতীয় সড়কের চাকমাঘাট থেকে দীর্ঘ পাহাড়ি চড়াই উৎরাই পার করে পৌছুতে হয় এই বিলাইহাম এলাকায়। এলাকাটিতে প্রায় ১৫০ পরিবারের বসবাস যার বেশির ভাগই রিয়াং সম্প্রদায়ের। প্রতি বছরের ন্যায় গতবছরও জুমের চাষ করেছে তাঁরা। কিন্তু ফলন ভাল হয়নি জুম চাষে। ফলে আর্থিক ভাবে সমস্যার স্বীকারগ্রস্ত হয়ে পরে জুমিয়ারা। বাধ্য হয়ে বিকল্প খুঁজছে তারা। উপায়ন্তর না পেয়ে পাহাড়ের জংগল থেকে অরলের ডাল, কলার মোচা ও জংগলের সংগৃহিত নানা সামগ্রী বিক্রি করেই সংসার প্রতিপালন করার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু তাতে যে ভরন পোষন হয়না। বাধ্য হয়ে অন্য জায়গায় ইট ভাংগার কাজ, গৃহস্থের বাড়িতে, রাবার বাগান ইত্যাদি বিভিন্ন জায়গায় হাজিরা কাজ করে সংসার প্রতিপালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

