নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪মে: গ্রীষ্মের বাজারে ইতিমধ্যেই রসালো ফল আনারসের আগমন ঘটেছে। তবে আনারসের অগ্নিমূল্যের কারণে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তদের হাতে। দাম বেশি হওয়ায় ক্রেতার সংখ্যাও কম বলে দাবি ব্যবসায়ীদের।
ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আগরতলা শহরে ইতিমধ্যেই আনারস এসে পৌঁছেছে। তবে আনারসে দামটা বর্তমানে একটু বেশি। যার ফলে ক্রেতারাও কিছুটা কম বলে দাবি ব্যবসায়ীদের। ভালো আনারস ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে বর্তমানে। তবে আরো কিছুদিন গেলে এই দাম আরো কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তখন ক্রেতার সংখ্যাও আরো বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে যাই হোক, দাম কিছুটা বেশি হলেও গরমের রসালো ফল বাজারে আসতেই ক্রেতারা তার স্বাদ গ্রহন করতে ক্রয় করছেন গ্রীষ্মের ফল আনারস।