আগরতলা,১৪ মে : রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে মঙ্গলবার সকাল থেকে কৈলাশহর ও টিলাবাজারের মূল সড়ক অবরোধ এলাকাবাসী। এদিন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে কৈলাশহর লক্ষীপুরের এলাকাবাসী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিগত কয়েকদিন পূর্বে প্রবল বৃষ্টির কারণে লক্ষীপুর ও নয়াপতন এলাকায় বেশ কয়েকটি বাড়ির ভিতর জল প্রবেশ করে এবং বন্যায় পরিণত হয়। ড্রেন না থাকার কারণে রাস্তার জল সেই বাড়িগুলোতে প্রবেশ করে। তাই স্থানীয়দের দাবি সেখানে যাতে একটি ড্রেন তৈরি করা হয়। পাশাপাশি নয়াপতন এলাকার রাস্তাটির বেহাল অবস্থা। স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই এলাকাবাসীরা মঙ্গলবার সকাল বেলা কৈলাশহর লক্ষীপুর এলাকায় কৈলাশহর ও টিলাবাজারের মূল সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা যাচ্ছে। খবর লেখা পর্যন্ত যদিও কোন আধিকারিক ঘটনাস্থলে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি।