বিজেপির প্রতি মানুষের ক্ষোভ উত্তোরত্তর বাড়ছে : অখিলেশ যাদব

জালাউন, ১৪ মে (হি.স.): বিজেপির প্রতি মানুষের ক্ষোভ উত্তোরত্তর বাড়ছে। এমনই দাবি করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার উত্তর প্রদেশের জালাউনের ওরাই-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেছেন, “বুন্দেলখণ্ডে পৌঁছানোর পর বিজেপির অহঙ্কার শেষ হয়ে যাবে। বিজেপির গ্রাফ কমছে এবং এর কোনও সীমা নেই। বিজেপির প্রতিও জনগণের ক্ষোভ বাড়ছে।”

অখিলেশ যাদব আরও বলেছেন, “কৃষকদের জন্য জল সরবরাহের কোনও ব্যবস্থা নেই, ফসল কেনার কোনও ব্যবস্থা নেই, এখানে রেশনের নামে ‘ধোকা’ চলছে। বুন্দেলখণ্ডের মানুষ জানে কে তাদের শত্রু! জনগণ ইন্ডি জোট এবং সমাজবাদী পার্টিকে সমর্থন করছে। ১৪০ কোটি মানুষ বিজেপিকে ১৪০ আসনে সীমাবদ্ধ করবে। এখন কেউ ‘মন কি বাত’ শুনতে চায় না, তারা সংবিধানের কথা শুনতে চায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *