বারাণসী, ১৪ মে (হি.স.): উত্তর প্রদেশের বারাণসী লোকসভা আসন থেকে মনোনয়ন পত্র পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দুপুরে ডিএম অফিসে গিয়ে মনোনয়ন পত্র পেশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। মনোনয়ন পত্র পেশ করার সময় প্রধানমন্ত্রীর কাছেই বসেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্রী যোগী আদিত্যনাথ। সপ্তম দফায় আগামী ১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে ভোটগ্রহণ। তার আগে মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দিলেন মোদী।
মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে এদিন সকালে বারাণসীর দশাস্বমেধ ঘাটে প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। আরতিও করেন তিনি। দশাস্বমেধ ঘাটে একটি ক্রুজ জাহাজে চড়েন মোদী। এরপর তিনি পৌঁছন বারাণসীর কালভৈরব মন্দিরে। কালভৈরব মন্দিরে পূজার্চনা করার পর মনোনয়ন পত্র জমা দিতে ডিএম অফিসে পৌঁছন মোদী। প্রধানমন্ত্রীর মনোনয়ন জমা দেওয়া উপলক্ষ্যে বারাণসীর ডিএম অফিসে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং এনডিএ নেতারা। এরপর যোগী আদিত্যনাথের উপস্থিতিতে বারাণসী সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র পেশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই নিয়ে তৃতীয় বার বারাণসী থেকে প্রার্থী হলেন মোদী। প্রথম বার তিনি একই সঙ্গে গুজরাটের ভাদোদরায় দাঁড়িয়েছিলেন। ২০১৯ সালের মতো এ বার তিনি শুধু বারাণসী থেকেই লড়ছেন।