নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল কুমার মোদীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধীও। মঙ্গলবার শোকপ্রকাশ করে খাড়গে বলেছেন, “বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং প্রবীণ নেতা সুশীল মোদীজির মৃত্যুতে গভীর সমবেদনা ব্যক্ত করছি। আমাদের মতাদর্শ হয়তো ভিন্ন ছিল, কিন্তু গণতন্ত্রে দেশের স্বার্থ সর্বাগ্রে। তিনি জিএসটি কাউন্সিলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।”
রাহুল গান্ধী মঙ্গলবার এক্স মাধ্যমে জানিয়েছেন, “বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও সুশীল কুমার মোদীর মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। এই শোকের সময়ে, আমি শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”