কল্যাণপুর, ১৪ মে: কল্যাণপুরের বেশিরভাগ বিদ্যালয়েই পরিশ্রুত পানীয় জল ও বিদ্যুৎ এর নানাবিধ সমস্যা রয়েছে। আর এসব বিষয় নিয়ে তৎপর হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কল্যাণপুর শাখা। তাঁদের মতে এতে সরকারের কোন ত্রুটি নেই। প্রকৃতপক্ষে বিদ্যালয়ের পরিচালনগত খামতি এবং গাফিলতির কারণে এমন হচ্ছে।
সোমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কল্যাণপুর নগর শাখার পক্ষ থেকে নগরের বিভিন্ন বিদ্যালয় গুলিতে গিয়ে মেম্বারশিপ করানো হয় এবং সরঞ্জয় হাই স্কুল এবং ঘিলাতলি বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের জল ও বিদ্যুৎ এর সমস্যা নিয়ে নিয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করা হয় এবং এই সমস্যা সমাধানের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।।উপস্থিত ছিলেন নগর সম্পাদক সুজন পাল এবং নগরের মেম্বারশিপ ইনচার্জ সহ নগর এবং স্কুলের অন্যান্য কার্যকর্তারা। এর আগে খাস কল্যাণপুর স্কুলের পানীয় জলের ও বিদ্যুৎ এর সমস্যা নিয়ে স্কুলে ডেপুটেশন দেয় এ বি ভি পি।
বেশিরভাগ স্কুলে দেখা যাচ্ছে ছাত্র ছাত্রী দের জন্য বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। যেখানে আছে সেখানের ট্যাঙ্ক গুলো অপরিষ্কার। বিদ্যুৎ থাকলেও দেখা যাচ্ছে পাখা গুলো ক্লাস রুমে চলছে না। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মনে করে সরকার ঠিকই জল ও বিদ্যুৎ এর ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু স্কুলগুলোর পরিচালনগত গাফিলতির কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। এ বি ভি পি মনে করে স্কুল কতৃপক্ষ আন্তরিক হলে সহজেই এই সব সমস্যার দূরীকরণ সম্ভব।