নিলামবাজারে চেরাই কাঠ বোঝাই ল‌রি সহ আটক এক

ক‌রিমগঞ্জ (অসম), ১৪ মে (হি.স.) : সোমবার মধ্যরা‌তে ক‌রিমগঞ্জ থে‌কে লোয়াইর‌পোয়াগা‌মী এক‌টি চেরাই কাঠ বোঝাই ল‌রি বাজেয়াপ্ত করেছেন জেলা বন বিভা‌গের আধিকারিক-কর্মীরা। ক‌রিমগঞ্জের এসিএফ সামসউদ্দিন লস্ক‌রের নেতৃ‌ত্বে নিলামবাজার এলাকায় পরিচালিত অভিযানে লালপদ প্ৰজাতির চেরাই কাঠ বোঝাই ল‌রির সঙ্গে আটক করা হয়েছে একজনকে। কাঠের চোরাকারবারে জ‌ড়িত স‌ন্দেহে আটক ব্যক্তির নাম মনসুর উদ্দিন। তার বা‌ড়ি কাছা‌ড় জেলার অন্তর্গত কা‌টিগড়ায়।

জানা গেছে, ল‌রি থেকে প্ৰায় ছয় লক্ষা‌ধিক টাকার ১,৫০০ সিএফ‌টি চেরাই কাঠ বা‌জেয়াপ্ত করা হয়েছে। কাঠগু‌লোর সা‌থে বৈধ কোনও ন‌থিপত্র পাওয়া যায়‌নি ব‌লে জানা গে‌ছে। অভিযানে ছি‌লেন ফরেস্ট প্রটেকশন টি‌মের কর্মী সহ পাথারকা‌ন্দি রে‌ঞ্জের কর্মকর্তারা।

আজ মঙ্গলবার সকা‌লে কাঠ বোঝাই ল‌রি স‌মেত আটক ব্যক্তি‌কে সম‌ঝে দেওয়া হয় দোহা‌লিয়া রেঞ্জ ফ‌রেস্ট দফতরে। সেখানে ছি‌লেন রেঞ্জার প্রণব ক‌লিতা, ডেপু‌টি রেঞ্জার প্রদীপ বা‌রৈ ও বনকর্মী দি‌লোয়ার হো‌সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *