ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তিন দিনব্যাপী যোগা কোচিং ক্যাম্প সম্পন্ন হলো সোমবার। পল্লী মঙ্গল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিবেকানন্দ যোগা প্রাইমারি বডি ও কোচিং সেন্টারে, পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন আয়োজিত তিন দিনের এই কোচিং ক্যাম্পের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিধায়ক রতন চক্রবর্তী উপস্থিত ছিলেন। এছাড়া, অন্যান্যদের মধ্যে রাজ্য যোগা অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নিরঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন সম্পাদক যীশু চক্রবর্তী, পুরাতন আগরতলা ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, বিদ্যালয়ের প্রিন্সিপাল সুকান্ত চক্রবর্তী, ভাইস প্রিন্সিপাল শিপ্রা রায়, পশ্চিম জেলা যোগাসন অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম দেবনাথ প্রমূখ উপস্থিত ছিলেন। বক্তৃতায় অতিথিবৃন্দ প্রত্যেকেই উদ্যোক্তাদের ভূয়ষী প্রশংসা করে তা নিয়মিত জারি রাখার আহ্বান জানান।