নিজ ঘর থেকে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৩ মে: সোমবার বিকেলবেলা কৈলাসহর পাখিরবাদা ৬ নং ওয়ার্ড এলাকায় এক গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার বাসিন্দা দিবাকর নম বিগত চারমাস পূর্বে কুমারঘাট থেকে সুনিতা নম নামে এক যুবতীকে সামাজিক রীতি অনুযায়ী বিবাহ করেন। বর্তমানে ওদের সংসার ভালোই চলছিল। এমনকি সুনিতা নম বিগত এক মাস পূর্বে বাপের বাড়িতে বেড়াতে যায়। রবিবার সুনিতা নম বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসে। দিবাকর নম দিনমজুরির কাজ করেন প্রতিদিনের মতো আজ সকালবেলা তিনি কাজে চলে যান। আজ বিকেলবেলা উনাকে ফোন করে উনার পরিবারের লোকেরা জানায় যে উনার স্ত্রী ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে ওই গৃহবধূর ফাঁসি দিয়ে আত্মহত্যা করল সেই বিষয়ে কিছু জানা যায়নি।

স্থানীয়দের কাছ থেকে আরোও জানা যায় যে আজ বিকাল বেলা দিবাকর নমর বাড়িতে কেউ ছিল না। তখন সুনিতা নম উনার নিজ ঘরে একটি কাপড়ের টুকরো দিয়ে সিলিং ফ্যানের মধ্যে ফাঁসিতে ঝুলে পড়ে। এরপর দিবাকর নমর পরিবারের লোকেরা ঘরে এসে সুনিতা নমকে ডাকাডাকি করলে কোন সারা পায়নি। এরপর উনারা দেখতে পায় সুনিতা নমঃ ঘরের দরজা বন্ধ করে একটি কাপরের টুকরো দিয়ে সিলিং ফ্যানের মধ্যে ফাঁসিতে ঝুলে রয়েছে। চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পাঠানো হয় কৈলাসহর মহিলা থানায়।  ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর মহিলা থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। পাশাপাশি মৃত সুনিতা নমর মৃতদেহ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে।  আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ময়নাতদন্ত করার পর পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।