BRAKING NEWS

ফের এনআরসি-র বিরুদ্ধে জেহাদের হুঁশিয়ারি মমতার

উত্তর ২৪ পরগনা, ১৩ মে (হি.স.) : ‘‘এনআরসি করতে দেব না। নিরাপত্তা আমাদের দায়িত্ব।” সোমবার বারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী সভায় এই হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, “মোদী হটাও। বিজেপি হটাও। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বঙ্কিমচন্দ্র এই নৈহাটির মানুষ, যিনি ‘বন্দে মাতরম’ লিখেছিলেন। বাংলাই পথ দেখাব। সরকার তৈরি করতে মদত দেবে। দেখতে হবে, দেশ যাতে বিক্রি না হয়, মায়ের অসম্মান যাতে না হয়।’’

মমতা বলেন, ‘‘বিনা পয়সায় গ্যাস কি পাচ্ছেন? না। তা হলে সব গেলে থাকল কী? এখন বলে বোমা ফাটাব। কী ফাটাল? নাকি ২৬ হাজার জনের চাকরি খেল। চাকরি দেওয়ার ক্ষমতা নেই। কিল মারার গোঁসাই।’’

মমতা বলেন, ‘‘আমরা বাংলা, পথ দেখাব। আগামী দিনে জেনে রাখবেন, মোদীর গ্যারান্টি আসছে না। ছোট্ট করে বলি, যাতে বোর না হন। এটা আমাদের ভোট নয়। ২০২১ সালের ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার, বিনামূল্যে রেশন, স্মার্টকার্ড করেছি। সবুজসাথী ম্যানিফেস্টোয় ছিল না। তবু দিই। কথা দিয়ে কথা না রাখলে আগেই মৃত্যু হবে আমার। যেটা পারব, ততটাই বলব। আমার জীবন কথার ভান্ডার।’’

মমতা জানান, গলা বসে গিয়েছে গত দেড় মাস ধরে প্রচার করতে করতে। তবু কিছু কথা বলতে এসেছেন তিনি। এই প্রথম নোয়াপাড়ায় আসেননি তিনি। তিনি বলেন, ‘‘পার্থকে আপনারা সকলে চেনেন? ওঁকে ভোট দেবেন। ও রাজ্যের মন্ত্রী। কিন্তু ও বলেছে, আমার মন্ত্রিত্ব চাই না। মানুষের হয়ে কাজ করতে চাই। সংসদে তাঁদের কথা তুলে ধরতে চাই।’’

মমতা বলেন, ‘‘হাজার টাকার বিনিময়ে মায়েদের দিয়ে যা ইচ্ছা লিখিয়ে নিচ্ছে। সন্দেশখালি মোদীর জঘন্য কেলেঙ্কারি। মনে রাখবেন, এ জিনিস যেন না হয়। বাংলা এ সব বরদাস্ত করে না। আমাদের ভাই-বোনেরা একে অপরকে সম্মান করে। যদি কোথাও কোনও ঘটনা ঘটে, আমরা ব্যবস্থা নিই। যদি দাঙ্গা না চান, একটি ভোটও নয় বিজেপিকে। ভোট চলছে। গরমে ভোটের হার একটু কম। যাঁর যাঁর ভোট নিজে দেবেন, যাতে ভোটার তালিকায় নামটা থাকে। ভোট গণতান্ত্রিক অধিকার।’’

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় সভা ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। সেখানে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে প্রচারে আসেন তিনি। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্জুন সিংহ। তাঁর হয়ে রবিবার প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *