ইছাপুর অস্ত্র কারখানা বন্ধের দায় কেন্দ্রের ওপর চাপালেন মমতা

উত্তর ২৪ পরগনা, ১৩ মে (হি.স.) : ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি বন্ধ নিয়ে কেন্দ্রের দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘‘ইছাপুর কারখানা বন্ধ করে দেশের বরাত কেন বিদেশে দিয়েছো? সৌধ, রাস্তাঘাট, জল করেছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছয় লেনের করা হয়েছে। ডানকুনি থেকে কল্যাণী পর্যন্ত ইকোনমিক করিডোর হচ্ছে। বলে, ওরা এমস করেছি। আমরা ১৮০ একর জমি দিয়েছি বিনামূল্যে। ওরা কী বলে? বলে না। এই জলে আমরাও টাকা দিই। বলে না।’’

মমতা বলেন, ‘‘এত দিন রাজনীতি করছি। এত দিন ইছাপুরে সব বন্দুক তৈরি হত। আজ অর্ডার পায় না। কারণ ইছাপুর গান শেল ফ্যাক্টরির অর্ডার কেড়ে ইজরায়েলকে দিয়েছে। বা অন্য কোনও দেশকে। কারণ বিশ্বগুরু হবেন তিনি। বিশ্বগুরু এক জনকেই চিনি। তিনি কবিগুরু।’’