আগরতলা, ১৩ মে: হায়দ্রাবাদে গিয়ে সস্ত্রীক ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন তিনি হায়দ্রাবাদের মালাকপেটের সেলিম নগর এলাকার অধীনে জিএইচএমসি কমিউনিটি হলের ভোটাধিকার প্রয়োগ করলেন। 2024-05-13