নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৩ মে: মৃত সন্তান প্রসব নিয়ে তুলকামাল কান্ড কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর পশ্চিম ছনতৈল এলাকার বাসিন্দা দীপক মালাকারের স্ত্রী মাম্পি মালাকার প্রসব ব্যথা নিয়ে শনিবার ভোররাতে এসে জেলা হাসপাতালে ভর্তি হন।
তখন চিকিৎসকরা জানান মাম্পি মালাকারকে সিজার করতে হবে। বাচ্চা সুস্থ রয়েছে। তাই সোমবার সকালবেলা মাম্পি মালাকারকে সিজার করা হবে। ফের সোমবার সকালবেলা চিকিৎসকরা জানান, স্বাভাবিকভাবেই সন্তান জন্মদান করতে পারবে মাম্পি মালাকার কেননা উনার প্রসব ব্যথা শুরু হয়েছে। এরপর যথারীতি স্বাভাবিকভাবেই সন্তান প্রসব করার পর দেখা যায় মৃত সন্তান জন্ম দিয়েছে মাম্পি মালাকার।
এরপরই চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তুলেন দীপক মালাকার এবং তার পরিবারের লোকেরা।
রোগীর পরিবারের অভিযোগ চিকিৎসকদের গাফিলতির কারণে মৃত সন্তান প্রসব করেছে মাম্পি। এরপর ঘটনাটি নিয়ে উদ্বেগ সৃষ্টি হলে সংবাদমাধ্যমকে উনকোটি জেলা হাসপাতালের এমএস চিকিৎসক পি দেববর্মা ও চিকিৎসক সুমিত দাস জানান চিকিৎসকরা সব সময় রোগীর ভালো চান কিন্তু সন্তান প্রসবের ক্ষেত্রে মাকে সচেতন হওয়া দরকার। বাচ্চার নড়াচড়া মা ভালো বলতে পারবে। মা যদি বাচ্চার নড়াচড়া সম্পর্কে সচেতন হত, তাহলে এই ধরনের ঘটনা আজ ঘটতো না। আগামীদিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য মায়েদের সচেতন হওয়ার জন্য আবেদন করেন জেলা হাসপাতালের এম এস পি দেববর্মা ও চিকিৎসক সুমিত দাস। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে।