মুজফ্ফরপুর, ১৩ মে (হি.স.) : অপরাধ ও নকশালবাদের কারণে বিহারের শিল্প ও ব্যবসা ধ্বংস হয়ে হয়েছে। আরজেডি ও কংগ্রেসের তীব্র সমালোচনা করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিহারের মুজফ্ফরপুরের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “মুজফ্ফরপুর ও বিহারের জনগণ কয়েক দশক ধরে নকশালবাদের ক্ষত সহ্য করে আসছে। পূর্ববর্তী সরকারগুলি নকশালবাদকে লালন-পালন করেছে এবং আপনাদের বিরুদ্ধেও ব্যবহার করেছে।”
প্রধানমন্ত্রী মোদী আর বলেছেন, “এই নির্বাচন বিকশিত ভারতের জন্য সংকল্পের নির্বাচন। এখন বিশ্বে ভারতের বিশ্বাসযোগ্যতা রয়েছে। দেশের বিশ্বাসযোগ্যতা, মর্যাদা বাড়াতেই এই নির্বাচন।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আপনারা আমাকে একটি দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব সততার সাথে পালন করছি এবং একই সততার সাথে আমি আপনাদের নিজের রিপোর্ট কার্ডও দিচ্ছি। দেশও দেখছে, ৬০ বছরে কংগ্রেসের চেয়ে মোদী নিজের ১০ বছরে বেশি উন্নয়ন করে দেখিয়েছেন।”

