বি সি সি-৯৬
ও পি সি-১০০/৩
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেলো ও পি সি। নিজেদের চতুর্থ ম্যাচে এসে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন ক্রিকেটে। সোমবার পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে ও পি সি ৭ উইকেটে পরাজিত করে দুর্বল বি সি সি-কে। প্রথমে ব্যাট নিয়ে বি সি সি-র গড়া মাত্র ৯৬ রানের জবাবে ও পি সি ৩ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের রীতায়ন দে ৪ উইকেট দখল করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটার্সদের ব্যর্থতায় শুরু থেকেই চাপে পড়ে বি সি সি। তবে শুরুতেই অর্কজিৎ সাহাকে হারানোর পর দীপঙ্কর ভাটনাগর এবং অর্কপ্রভ ঘোষ দলের লাগাম ধরেছিলেন। একসময় দলের স্কোর ছিলো ১ উইকেট ৫৪ রান। এরপর থেকেই নামে ধস। আর তাতেই গুটিয়ে যায় অল্প রানে। বি সি সি-কে অল্প রানে গুটিয়ে দিতে মূখ্য ভূমিকা নেন রীতায়ন ,অর্কজিৎ দাস এবং মনিষ মাউরা। ওই ত্রয়ীর ভেলকিতে কুপোকাৎ বি সি সি। দলের পক্ষে অর্কপ্রভ ঘোষ ২৬ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, প্রলয় দাস ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, দীপঙ্কর ভাটনাগর ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং পরমজিৎ ঘোষ ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। ও পি সি-র পক্ষে রীতায়ন দে ৩১ রানে ৪ টি, অর্কজিৎ দাস ১৭ রানে ৩ টি এবং মনিষ মাউরা ২৩ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে দলীয় ২০ রানের মাথায় নবারূন চক্রবর্তীকে (৯) হারানোর পর রাহুল চন্দ্র সাহা-র সঙ্গে রুখে দাঁড়ান ঋতুরাজ ঘোষ রায়। রাহুল শুরু থেকেই ছিলেন মারমুখি মেজাজে। ওই জুটি ৩৪ বল খেলে ৫৪ রান যোগ করেন। ঋতুরাজ ১৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে রণদীপ পালের দ্বিতীয় শিকার হয়েছেন। রাহুল ২৮ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করে প্রলয় দাসের বলে সম্রাট বিশ্বাসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। শেষ পর্যন্ত ১৫.৩ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ও পি সি। রীতায়ন ১৭ বল খেলে ১০ রানে এবং উৎকর্ষ পাল ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রানে অপরাজিত থেকে যান। বি সি সি-র পক্ষে রণদীপ পাল ২১ রানে ২ টি উইকেট দখল করেন। আসরে ৪ ম্যাচ খেলে সবকটিতে পরাজিত হয়েছে বি সি সি। প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে ঋতায়ন।