নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: আচমকায় বিশালগড়ের মায়া বেকারিতে হানা দিলো প্রশাসন। পাঁচ হাজার টাকা জরিমানা করে দোকান বন্ধের নির্দেশ দিলো ডিসিএম প্রসেনজিৎ দাস।
খাবারের নামে বিক্রি করা হচ্ছে বিষ। রাজ্যে আগাছার মত গজিয়ে উঠেছে খাবারের দোকান। একাংশ মাফিয়ার দ্বারা পরিচালিত এই দোকানগুলোতে ব্যবহৃত হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পচা এবং নোংরা প্যাকেটজাত খাবার। এমনই একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ এবং পঁচা খাবার রাখার অভিযোগের সত্যতা পেয়ে বিশালগড়ের মায়া বেকারি নামে একটি কেকের দোকানকে বন্ধ করে দিল বিশালগড় মহকুমা প্রশাসন।
সোমবার বিশালগড় মহকুমা শাসক অফিসের ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে ফুড ইন্সপেক্টর বিজয় কুমার দাস সহ মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল অভিযান চালায় বিশালগড় স্টেট ব্যাংকের বিপরীতে অবস্থিত মায়া বেকারিতে।
অভিযানে দোকানে প্যাকেটজাত মেয়াদ উত্তীর্ণ খাবার সহ অন্যান্য অনিয়ম থাকার বিষয়টি নজরে আসে প্রশাসনিক আধিকারিকদের। তাছাড়াও এই বেকারীতে মেয়াদ উত্তীর্ণ ফুড কালার ব্যবহার করার বিষয়টি উঠে আসে প্রশাসনিক অভিযানে। এরপর দোকানের শাটার নামিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে। গোটা বিষয়ে খাদ্য দপ্তর একটি মামলা নথিভুক্ত হয় দোকান মালিকের বিরুদ্ধে বলে জানিয়েছেন ডি সি এম প্রসেনজিৎ দাস।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের আনাচে-কানাচে আগাছার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন খাবারের দোকান। এই দোকানগুলোতে সঠিকভাবে প্রশাসনিক নজরদারি না থাকায় খাবারের নামে সাধারণ মানুষের হাতে বিষ তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। খাবারের দোকানে এই ধরনের গাফিলতির জেরে ভুক্তভোগী সাধারণ মানুষ। এখন দেখা খাবারের নামে বিষ বিক্রি করা এই বেকারীর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে খাদ্য দপ্তর।