মিরপুর, ১২ মে (হি.স.): রবিবার পঞ্চম ও সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছে জিম্বাবয়ে। রাজা ৭২ ও ব্রায়ান বেনেত ৭০ রান করেন।হোয়াইটওয়াশ এড়াল সিকান্দার রাজা বাহিনী।বাংলাদেশ সিরিজ জিতল ৪-১এ।
৬ উইকেটে ১৫৭ রান করে বাংলাদেশ। তানজিদ তামিম ও সৌম্য সরকার মিলে চতুর্থ টি-টোয়েন্টিতে ১০১ রানের জুটি গড়েন। ৩৬ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম ফিফটি(৫৪) পূর্ণ করেন রিয়াদ।
জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন মুজারাবানি ও বেনেতে।