অপহৃত নাবালিকাকে খুঁজে বের করার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে: অপহৃত নাবালিকাকে খুঁজে বের করার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বরা।  প্রায় ১০দিন আগে মধুপুর থানার অন্তর্গত আনন্দদেব্বর্মা পাড়া এলাকা থেকে ১৫ বছরের এক নাবালিকাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। পরবর্তী সময়ে এ বিষয়ে মধুপুর থানায় একটি মামলা করেন ওই নাবালিকার পরিবারের লোকজন। কিন্তু আশ্চর্যজনকভাবে এতদিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ওই নাবালিকা মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তাই ওই নাবালিকা মেয়েকে অতিসত্ত্বর উদ্ধারের দাবি জানিয়ে মধুপুর থানা ঘেরাও করে হিন্দু সমাজের কার্যকর্তারা। আগামী দু’দিনের মধ্যে ওই মেয়েকে উদ্ধার না করা হলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে কড়া হুশিয়ারি দেন তারা।

এদিন অপহৃত নাবালিকার মাকে সঙ্গে নিয়ে মধুপুর থানা গিয়ে হিন্দু সংগঠনের নেতৃবৃন্দরা থানার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ৪৮ ঘণ্টার মধ্যে নাবালিকাকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব না হলে তারা বৃহত্তর আন্দোলন সংঘটিত করতে বাধ্য হবেন।

এজন্য আনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ প্রশাসনকে দায়ী থাকতে হবে বলেও তারা স্পষ্ট বার্তা দিয়েছেন। হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ আরো জানান, অপহরণকারী সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক ও তার পরিবারের লোকজনরা নাবালিকার মাকে প্রতিনিয়ত মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। মামলা প্রত্যাহার না করলে প্রাণনাশ করা হবে বলেও হুশিয়ার দেওয়া হচ্ছে। সবকিছু জেনে শুনেও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ না করায় হিন্দু সংগঠনের তরফ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছে সংগঠনগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *