আসন্ন বর্ষায় বিদ্যুৎ ব্যবস্থাপনায় বিপর্যয় মোকাবিলায় প্রকৌশলীদের নিয়ে জরুরী বৈঠক করলেন বিদ্যুৎ সচিব

আগরতলা, ১২ মে : বর্ষা জনিত পরিস্থিতি মোকাবিলায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড এবং ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেড এর সমস্ত আধিকারিক এবং প্রকৌশলীদের নিয়ে প্রজ্ঞা ভবনে এক জরুরী বৈঠক করেছেন রাজ্য সরকারের বিদ্যুৎ সচিব অভিষেক সিং (আইএএস)। শনিবার দিনভর আয়োজিত বৈঠকে কার্যত বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ এই তিনটি নিগমের বর্তমান অবস্থান নিয়ে পর্যালোচনা বৈঠক করেন একেবারে ডিভিশন অর্থাৎ বিভাগীয় স্তর ধরে ধরে।

বিদ্যুৎ নিগমের প্রতিটি ডিভিশন এবং সাব ডিভিশন অর্থাৎ বিভাগ এবং উপবিভাগে কি ধরনের সমস্যা রয়েছে, ঘাটতি কোথায় রয়েছে এবং যেকোনো বিপর্যয় মোকাবিলা করতে গেলে আর কি ধরনের প্রস্তুতি নিতে হবে, এ বিষয়েও পর্যালোচনা করেছেন বিদ্যুৎ সচিব। এদিন তিনি নিগমের এডিশনাল জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজারদের নির্দেশ দিয়ে বলেছেন, বর্ষা এখনো শুরুই হয়নি। আগামী দিনে শুরু হবে মূল বর্ষা। সঙ্গে ঝড়, গরম অত্যাধিক পরিমাণে পড়তে পারে। এজন্য বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ তিনটি নিগমকেই অত্যন্ত সতর্ক থাকতে হবে।

বিশেষ করে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড এবং ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের সমস্ত আধিকারিক এবং প্রকৌশলীদের সতর্কিত নজর রাখতে হবে, যাতে করে যে কোন ধরনের বিপর্যয় অতি দ্রুত মোকাবিলা করা যায়। শুধুমাত্র মেরামতি কার্য শেষ করলেই হবে না, লক্ষ্য রাখতে হবে মানুষের ক্ষোভ যেন প্রশমন করা যায়। কোথাও যেন কোথাও বিক্ষোভ কিংবা আন্দোলন ছড়িয়ে না পড়ে, এজন্য প্রয়োজনে জনপ্রতিনিধি এবং গ্রাহকদের সঙ্গে দ্রুত যোগাযোগ রক্ষা করা এবং পরিস্থিতি সম্পর্কে তাদেরকে অবগত করাতে হবে। দক্ষিণ জেলার সাব্রুম বিদ্যুৎ সরবরাহ সম্পর্কিত বিষয়ে আরো বেশি নজর দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিদ্যুতের বকেয়া বিল আদায় এবং বর্তমান বিল আদায়ের ক্ষেত্রেও এজেন্সিকে নজর দেওয়ার ক্ষেত্রে নিগমকে নির্দেশ দিয়েছেন।

তিনি বিদ্যুৎ নিগমের ভিজিল্যান্স দলকে আরো বেশি সক্রিয়তার সঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা সহ অবৈধ উপায়ে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন। বিদ্যুৎ সচিব অভিষেক সিং (আইএএস) জানান, সব সময় নজরে রাখতে হবে হাসপাতাল, পানীয় জলের উৎস সমূহ এবং অত্যাবশ্যকীয় পরিষেবা যেখানে রয়েছে, সেই স্থানে যেন সর্বাগ্রে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া যায়। কারণ এর সঙ্গে গোটা সমাজ জড়িয়ে রয়েছে। এই বৈঠকে ত্রিপুরা রাজ্যবিদ্যুৎ নিগম লিমিটেড এর ব্যবস্থাপক অধিকর্তা দেবাশীষ সরকার, অর্থ বিভাগের অধিকর্তা সর্বজিৎ সিং ডোগরা, টিপিটিএল এর কারিগরি অধিকর্তা অনিল খান্না, নিগমের জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা, টিপিটিএল এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা এবং টিপিজিএল এর জেনারেল ম্যানেজার হরেকৃষ্ণ দাস সমেত সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন।