BRAKING NEWS

দিল্লির চাঁদনি চকে অগ্নিকাণ্ড, পুড়লো দোকান

নয়াদিল্লি, ১২ মে (হি. স.): দিল্লির চাঁদনি চক এলাকায় অগ্নিকাণ্ড। রবিবার দুপুরে একটি দোকানে আগুন লাগার খবর পেয়ে সেখানে পৌঁছয় দমকল বাহিনী। ভয়ানক আগুনের গ্রাসে ততক্ষণ জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে বিশাল দোকানঘর।

আগুন নেভাতে একে একে ১৩টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের সমস্ত মালপত্র পুড়ে গিয়েছে বলে খবর। বিপুল টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন প্রাণহানি হয়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। খোঁজখবর চালাচ্ছে দমকল অধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *