রায়বরেলি, ১২ মে (হি. স.): রবিবার রায়বরেলির জনসভা রাহুলকে নিশানা করলেন অমিত শাহ। তিনি বলেন, যুবরাজ এখানে ভোট চাইতে এসেছেন। সাধারণ মানুষ তো এতবছর ধরে ভোট দিচ্ছেন। সাংসদ তহবিল থেকে কিছু পেয়েছেন? যদি না পেয়ে থাকেন, তাহলে টাকা গেল কোথায়?
তিনি এও বলেন, গান্ধী পরিবার মিথ্যা বলতে পারদর্শী। এখন বলছেন, প্রত্যেক মহিলাকে একলক্ষ টাকা করে দেবেন। কিন্তু তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের প্রচারে কংগ্রেস বলেছিল প্রত্যেক মহিলাকে ১৫ হাজার টাকা করে দেবে। কিন্তু সেখানে কংগ্রেসের সরকার তৈরি হওয়ার পরে সেই টাকা দেওয়া হয়নি।