ও পি সি-‌৯৮

হার্ভে-‌১০০/‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পরপর তিন ম্যাচে জয়ী হয়ে জয়ের হ্যাটট্রিক করলো হার্ভে ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন ক্রিকেটে। পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে হার্ভে ৮ উইকেটে পরাজিত করে ও পি সি-‌কে। আরমান হোসেনের ঝড়ো ব্যাটিং হার্ভের জয়কে সহজ করে দেয়। শনিবার ও পি সি-‌র গড়া ৯৮ রানের জবাবে  হার্ভে ১১.‌১ ওভারে ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের আরমান ৫৪ রান করেন। বৃষ্টি বিঘনিত ম্যাচে সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ও পি সি ৯৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রীতায়ন দে ২৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১, শান্টু মজুমদার ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭, উৎকর্ষ পাল ৩৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং মনিষ মাউরা ১৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। হার্ভের পক্ষে সাহিল সুলতান ১৮ রানে ৩ টি এবং জয়দীপ দেব ২৬ রানে ৩ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে হার্ভে ৬৭ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার আরমান হোসেন ৩৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রানে এবং সাহিল সুলতান ৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত থেকে যান। এছাড়া প্রখর ভর্মা ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। সাহিল পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *