পেট্রোপণ্য বোঝায় রেল সুরক্ষিতভাবে অতিক্রম করল জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও, ধীরে ধরে ধর্মনগরের দিকে এগিয়ে আসছে

আগরতলা, ১১ মে: টানা ৭ দিন ধরে পেট্রোল ডিজেলের সঙ্কট চলছে ত্রিপুরায়। প্রবল বৃষ্টিতে অসমের পাহাড়ে জায়গায় জায়গায় ধস নামায় জাতীয় সড়কে যান চলাচল গুরুতরভাবে ব্যাহত। রেল লাইনে এমনিতেই মেরামতি চলছিল। দ্রুতগতিতে রেললাইন সারাইয়ের পর আজ থেকে পুনরায় পেট্রোপণ্য বোঝায় রেল চলাচল শুরু হয়েছে। পেট্রোপণ্য বোঝায় রেল সুরক্ষিতভাবে অতিক্রম করল জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও, ধীরে ধরে ধর্মনগরের দিকে এগিয়ে আসছে।

প্রসঙ্গত, ধসের কারণে রেল যোগে তেল পরিবহন বন্ধ থাকায় রাজ্যের কিছুদিন ধরে তেলের সংকট দেখা দিয়েছে।পাহাড়ি ধসে লাইন বিপজ্জনক হয়ে ওঠায় মালগাড়ি চালানো বন্ধ। তার উপর লামডিংয়ে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে গত কয়েকদিন ধরে ট্রেন চলাচল মুখ থুবড়ে পড়েছে। আজ পেট্রোপণ্য বোঝায় ট্রেনটি আজ সকাল ১০:৪১ টায় আসামের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে। ধীরে ধীরে ট্রেনটি ধর্মনগরের দিকে এগিয়ে আসছে।তাতে ১৯টি ওয়াগন ডিজেল এবং ৩০টি ওয়াগন পেট্রল মাইল মোট ৪৯টি ওয়াগন আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *