আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেটে আসাম রাইফেলসকে হারালো নিউ হিন্দি স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। যোগ প্রীতম যেমন ব্যাটে, তেমন বোলিংয়ে। তার খেলাতেই যেন নিউ হিন্দি স্কুল দুর্দান্ত জয় দিয়ে গ্রুপ লীগের খেলা শুরু করেছে। টিসিএ আয়োজিত সদর আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় দিনের খেলায় নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল ২৩ রানের ব্যবধানে আসাম রাইফেলস পাবলিক স্কুলকে পরাজিত করেছে। বামুটিয়ায় তালতলা স্কুল গ্রাউন্ডে দুপুরের ম্যাচ বৃষ্টিতে মাঠে সমস্যা ছিল বলে দেড় ঘন্টা দেরিতে ম্যাচ শুরু করতে হয়েছে। স্বাভাবিক কারণে ওভার সংখ্যা কমিয়ে ১১ করা হয়েছিল। টস জিতে নিউ হিন্দি স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।‌ নির্ধারিত ১১ ওভারে ৪ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে যোগ প্রীতমের ৪৩ রান এবং শিবম্ শিবম এর ৩৯ রান উল্লেখযোগ্য। যোগ প্রীতম ২৮ বল খেলে চারটি ওভার বাউন্ডারি হাকিয়ে ৪৩ রান পায়। শিভম শিবমের ৩৯ রানেও তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি ছিল ২৪ বল খেলে। জবাবে ব্যাট করতে নেমে আসাম রাইফেলস পাবলিক স্কুল ৭ উইকেটে ৯৩ রান সংগ্রহ করতে সীমিত ১১ ওভার শেষ হয়ে যায়। যোগ প্রীতম, হর্ষ বনশাল ও মুন্না কুমার রায় প্রত্যেকে ২টি করে উইকেট পেয়েছে। যোগ প্রীতম পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব। এদিকে দুই মাঠে সকালের দুটি ম্যাচ বড়দোয়ালি বনাম উমাকান্ত একাডেমী বাংলা মিডিয়াম স্কুল এবং হোলি ক্রস বেলাবর স্কুলের ম্যাচ দুটি বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষিত হয়। দুটি ম্যাচের চারটি দলই ২-২ করে পয়েন্ট পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *