আগরতলা, ১১ মে: রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট চরম আকার ধারণ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এই আহবানে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে আসলো নার্সিং অফিসাররা।
ফ্লোরেন্স নাইটেঙ্গেলের ২০৪ তম জন্ম জয়ন্তীকে সামনে রেখে শনিবার এজিএমসি এবং জিবিপি হাসপাতালের নার্সিং অফিসাররা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এজিএমসি এবং জিবিপিএইচ হাসপাতালের ব্লাড ব্যাংকে।
এদিন উপস্থিত ছিলেন জিবিপি হাসপাতালের এম এস শংকর চক্রবর্তী।তিনি বলেন, নার্সিং অফিসাররা নিজের দায়িত্ব পালন করার পাশাপাশি এই ধরনের কর্মসূচিতে এগিয়ে আসার জন্য তাদের ধন্যবাদ জানানো হয়।
তারা প্রতিদিন বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়ে। তারপরও তারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে। আগামী দিনে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করার পাশাপাশি এ ধরনের উদ্যোগ জারি রাখবে বলে অভিমত ব্যক্ত করেন জিবিপি হাসপাতালের এম এস শংকর চক্রবর্তী। রক্তদান শিবিরে নার্সিং অফিসারদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। এ ধরনের রক্তদান শিবির আগামী দিনেও অব্যাহত রাখা হবে বলে নার্সিং অফিসারদের তরফ থেকে জানানো হয়েছে।