হায়দরাবাদ, ১১ মে (হি.স.) : অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় বিরাট জয় পেতে চলেছে বিজেপি। শনিবার হায়দরাবাদে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেছেন, নির্বাচনের শেষ তিন পর্যায়ে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ এবং অংশীদাররা ২০০ আসনের সংখ্যায় পৌঁছেছে। আমরা চতুর্থ পর্যায় থেকে ভাল ফলাফল আশা করছি এবং আমরা আমাদের ৪০০ আসনের লক্ষ্যে এগিয়ে যাব। চতুর্থ দফায় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় নির্বাচন হওয়ার কথা। দুই রাজ্যেই এনডিএ ও বিজেপি ক্লিন সুইপ করবে।
অমিত শাহ আরও বলেছেন, ফলাফলের দিনে অর্থাৎ ৪ জুন কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কেরলে বিজেপি একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হবে। এই রাজ্যগুলিতে বিজেপি সবচেয়ে বেশি আসন পাবে। তেলেঙ্গানায়, আমরা ১০টিরও বেশি আসন জিতব। অমিত শাহ জোর দিয়ে বলেছেন, ভারতের অর্থনীতি মোদীজি দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন। মোদীজির মতো নেতা পেয়ে আমরা ভাগ্যবান।
অমিত শাহের কথায়, যখন তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল, তখন এটি ছিল রাজস্ব উদ্বৃত্ত। যাইহোক, এখন এটি বিশাল ঋণের নিচে। বিআরএস এবং কংগ্রেসের সরকার তেলঙ্গানার উন্নয়নকে লাইনচ্যুত করেছে। গত ১০ বছরে মোদীজি তেলেঙ্গানার উন্নয়নে অনেক কিছু করেছেন।

